হ্যালো! কেমন আছে দর্শক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়েবসাইট তৈরি করে আয় করার বিস্তারিত তথ্য।
আপনি যদি অনলাইনে ওয়েবসাইট তৈরি করে আয় করতে চান তবে ঘরে বসেই করতে পারবেন।
ফেসবুক থেকে টাকা ইনকাম করুন এখানে
ওয়েবসাইট তৈরি করে আয় বর্তমান বিশ্বের অনলাইন থেকে আয় করা অনেক সহজ একটি মাধ্যম।
অনেক লোক মনে করেন ইন্টারনেট অনলাইন থেকে আয় করতে খুবই কঠিন। ওয়েবসাইট ইনকাম করতে চাইলে অনেক শ্রম দিয়ে কাজ করতে হয়।
আপনি যদি সফল ভাবে নিয়মিত কাজ করতে পারেন তবে একটি একদম পানির মতো সহজ তাই আপনি চাইলেই একটি ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারেন কোন জায়গায় না গিয়ে নিজের ঘরে বসে।
ওয়েবসাইট তৈরি করে আয় করার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই নিচের আর্টিকেল গুলো শেষ পর্যন্ত পড়ুন।
ওয়েবসাইট কি?
আমরা বর্তমানে যে সকল তথ্য সংগ্রহ করার জন্য গুগল ক্রম, মজিলা, ওপেরা ইত্যাদি ব্রাউজারে সার্চ করে থাকি।
যেমন আমরা যখন কোন তথ্যের জন্য গুগলে সার্চ করি তখন আমাদের সেই বিষয় অনুসারে নিচের অংশে হাজার-হাজার ফলাফল চলে আসে। ফলাফলে সে বিষয় গুলো প্রদর্শন হয় সে গুলো সব কয়টি ওয়েবসাইট।
ধারণা পাওয়ার জন্য নিচের ছবিটি দেখুনঃ
টাকা আয় করার ওয়েবসাইট
ওয়েবসাইট তৈরি করে আয় : আমাদের এখন একটি বিষয় জানতে হবে তা হলো টাকা আয় করার ওয়েবসাইট কোনটি।
বিশ্বে অনেক রকমের অনলাইন আয় করার জন্য ওয়েবসাইট রয়েছে। আপনি যদি সাড়া জীবনের জন্য স্থায়ী অনলাইন ইনকম করতে চান তাহলে আপনাকে ওয়েবসাইট থেকে আয় করার জন্য ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে হবে।
ব্লগিং দুই ভাবে করা যায় :
ওয়েবসাইট তৈরি করার নিয়ম
আপনি যদি ওয়েবসাইট তৈরি করে আয় করতে চান তাহলে আপনাকে জানতে হবে একটি ওয়েবসাইট তৈরির জন্য কি? কি? জিনিস দরকার হয়।
একটি ওয়েবসাইট তৈরি করতে আহামরি কিছু জিনিসের দরকার হয় না। ভালো মানের ওয়েবসাইট দাড় করাতে চাইলে একটি ডোমেইন, থিম এবং হোস্টিং হলেই একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
এছাড়াও আরো কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যেমন-
- ওয়েবসাইট শুরু করার জন্য আপনার প্রথম প্রয়োজন হবে ইন্টারনেট/Wifi সংযোগ ব্যবস্থা।
- তারপর আপনার প্রয়োজন হবে একটি কম্পিউটার, ল্যাপটব বা স্মার্ট মোবাইল ফোন।
- তারপর আপনার প্রয়োজন হবে একট ব্যক্তিগত ই-মেইল ঠিকানা।
- তারপর আপনার কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। (বিঃদ্রঃ টাইপিং না পারলেও আর্টিকেল লিখতে পারবেন মাইক্রোফোন এর মাধ্যমে)।
বিনা খরচে তৈরী করুন ওয়েবসাইট
আমরা জানি বিনা খরচে একটি প্ল্যাটফর্ম এর মাধ্যমে মনের মতো করে ওয়েবসাইট তৈরি করা যায় ব্লগার দিয়ে।
ব্লগারে প্রায় সব কিছুই একদম ফ্রি যেমন- ডোমেইন, হোস্টিং এবং থিম যাবতীয় জিনিস ফ্রি দিয়ে থাকে ব্লগার প্লাটফর্ম।
আপনি যদি ব্লগারে ফ্রি ডোমেইন ব্যবহার করতে চান তবে আপনাকে blogspot.com এরকম ডোমেইন ব্যবহার করতে হবে। আর হোস্টিং ১৫ জিবি তো একদম ফ্রি ব্লগার সাইটের জন্য।
উক্ত ফ্রি ডোমেইন যদি আপনার সাইটের জন্য নিচে চান তবে এরকম হবে যেমন- edujscircular.blogspot.com। আপনি যদি মনে করেন ফ্রি ডোমেইন ভালো লাগছেনা তবে আপনি ক্রয় করে কাস্টমাইজ করতে পারবেন।
আপনি যদি ক্রয় করা ডোমেইন কিনেন তবে এরকম নাম আসবে যেমন- www.eduandjobs.com অনেক কম দামে এরকম ডোমেইন কিনতে পারবেন, বাংলাদেশি টাকা হিসেবে ১০০০/- থেকে ১২০০/- টাকার মতো লাগবে।
ওয়েবসাইট থেকে আয় করতে কি কি লাগবে
আমি মনে করি উপরের অংশ গুলো পরে ওয়েবসাইট তৈরি করার বিষয় নিয়ে মনে হয় ভালো আয়ডিয়া গ্রহণ করেছেন।
মোট কথা হলো আপনি যদি ওয়েবসাইট থেকে আয় করতে চাইলে ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ কি কি করতে হবে নিচের ধাপ অনুসরণ করুনঃ
ভালো কোয়ালিটির
কন্টেন্ট (পোস্ট)
একটি ওয়েবসাইট তৈরি করলেই কাজ শেষ নয়। সাইট খোলার পরে আপনার কাজ আরো বেশি যেমন:
আপনার নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করেছেন টাকা ইনকাম করার জন্য কিন্তু সাইট তৈরি করে কোন কাজ করছেন না এতে আপনার সাইট থেকে জীবনেও টাকা আয় হবে না। তার জন্য আপনার ওয়েবসাইটের জন্য ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট প্রয়োজন।
আমরা কন্টেন্ট কিভাবে লিখবো তার জন্য আপনাকে বেছে নিতে হবে আপনার ওয়েবসাইট বাংলা ভাষাতে নাকি ইংরেজি ভাষাতে কাজ করবেন। আপনি ইংরেজি ও বাংলা যে কোন ভাষাতে কাজ করতে পারবেন।
আমরা ফেসবুকে যে ধরণের পোস্ট টাইপ করি ঠিক সেই ভাবে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করতে হয়। যা লোকেরা গুগলে সার্চ করে তাদের প্রয়োজনীয় বিষয় পড়ার জন্য। আপনাকে লোকদের জন্য কন্টেন্ট প্রস্তুত করতে আপনার সাইটে।
কি ধরণের আর্টিকেল কন্টেন্ট লিখবেন তা আমরা আপনার সুবিধার জন্য নিচের অংশে উপস্থাপন করেছি। এছাড়া কিভাবে লোকদের প্রয়োজনীয় কন্টেন্ট লিখবেন তা জানতে নিচের অংশ দেখুনঃ
আর্টিকেল রিচার্জ করার জন্য এখানে ক্লিক করুন
উপরের লিংকে ক্লিক করে আর্টিকেল রিচার্জ একাউন্ট তৈরি করে জানতে পারবেন লোকেরা কি কি বিষয় নিয়ে গুগলে সার্চ করে। সেই বিষয় নিয়ে আপনাকে লোকদের জন্য কন্টেন্ট খোজে বের করে আর্টিকেল লিখতে হবে।
কন্টেন্ট এ ভালো কোয়ালিটির ইমেজ
আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লিখার পরে আপনাকে অবশ্যই পোস্ট এর বিষয় অনুযায়ী একটি কোয়ালিটি ইমেজ তৈরি করতে হবে।
কন্টেন্ট এ ২ ধরনের ইমেজ ব্যবহার করতে হয়। প্রথমটি হলো কন্টেন্ট এর জন্য ইমেজ অন্যটি হলো ফিউচার ইমেজ।
ফিউচার ইমেজ হলো আপনি যে কন্টেন্ট লিখবেন সেই কন্টেন্ট এর উপর ভিত্তি করে একটি ফিউচার ইমেজ তৈরি করে সাবমিট করতে হয়।
[বিঃদ্রঃ ভালো কোয়ালিটির ইমেজ তৈরি করতে পারবেন (Paint- এটি যে কোন কম্পিউটারের Start মেনু তে পাবেন ) বা (ফটোসপ) সফটওয়ার দিয়ে]।
কন্টেন্ট এর জন্য যে কোন ইমেজ তৈরি করার পরে অবশ্যই গুগলের Tinypng.com এর মাধ্যমে MB সাইজ কমিয়ে নিতে হবে কারণ আপনার ওয়েবসাইটে ইমেজ এর সাইজ বেশি MB হলে সাইট লোড হতে সময় লাগবে।
ইমেজ MB কমানোর জন্য ক্লিক করুন : tinypng.com
ওয়েবসাইট ক্যাটাগরি
নির্বাচন করতে
হবে যেমন :
- শিক্ষা ও
চাকুরী
- স্বাস্থ্য ও
চিকিৎসা
- ভিডিও ডাউনলোড ওয়েবসাইট
- অনলাইন আয়ের ওয়েবসাইট
- জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
ওয়েবাসাইটের পেজ নির্বাচন করতে হবে যেমন :
About (ওয়েবসাইটের সম্পর্কে) :- এটি হলো ওয়েবসাইটের পরিচয় মাধ্যম, এখানে আপনার যে বিষয় গুলো লিখতে হবে তা হলো আপনার ওয়েবসাইট কি ক্যাটাগরি নিয়ে কাজ করেন এবং কি কি পোস্ট করেন তার সকল বিস্তারিত আলোচনা করতে হবে।
Contact (যোগাযোগ ব্যবস্থা) :- এটি হলো ওয়েবসাইটের সাথে যোগাযোগ ব্যবস্থা। যেমন- ভিজিট’রা কোন পোস্ট নিয়ে সমস্যায় পড়লে আপনার সাথে যোগাযোগ করতে প্রয়োজন হবে। তার প্রেক্ষিতে আপনাকে যোগাযোগ ব্যবস্থার জন্য আপনার ইমেইল, ফেসবুক, টুইটার এবং মোবাইল নম্বর দিয়ে দিতে হবে।
Privacy ( ওয়েবসাইট নীতিমালা) :- এটির মাধ্যমে আপনাকে সংযুক্ত করতে হবে ওয়েবসাইটের নীতিমালা যেমন: আপনার ওয়েবসাইটে নিয়ম-কানুন, প্রথমতো লিখতে পারেন আমাদের ওয়েবসাইটের নীতিমালা অনুসরণ করে সাইট পরিদর্শন করতে হবে, আমাদের ওয়েবসাইটের কোন কন্টেন্ট কপি করা যাবে না এটি যদি কেও বা কেও করেন তবে এটি আইনগত অপরাধ।
ওয়েবসাইটের যে কোন ভিজিটরদের মোবাইল নম্বর, আইপি ঠিকানা, নাম, ইত্যাদি তথ্য ওয়েবসাইটের মাধ্যমে রেকর্ড করা হয়। উক্ত বিষয় গুলো আপনার ওয়েবসাইটের নীতিমালায় লিখতে পারেন।
ওয়েবসাইটে ভিজিটর
আনতে হবে
আপনার ওয়েব সাইট তৈরি করার পরে ভালো মানের কন্টেন্ট, ইমেজ দিয়ে পোস্ট করার পরে আপনার পোস্ট গুলো গুগলের পাতায় নিয়ে যেতে হবে।
আপনার যদি ওয়েবসাইটে
অনেক পোস্ট থাকে যদি গুগলো ইনড্রেক্স না হয় হবে কোন ভিজিটর আসবে না এবং পোস্ট গুলোর
কোন দাম ও নেই।
ওয়েবসাইটের পোস্ট গুলো ইনড্রেক্স করতে সবচেয়ে ভালো গুগলেরর
একটি ওয়েবসাইট সেটি হলো গুগল সার্চ কনসল। যার মাধ্যমে এসইও করে ওয়েবসাইটের পোস্ট গুলো
গুগলের পাতায় নিয়ে যাওয়া যায়।
আপনার পোস্ট গুলো গুগলের পাতায় অবস্থান করলে ভিজিটর আসবেই।
ইনড্রেক্স করার জন্য গুগল সার্চ কনসলে একটি একাউন্ট তৈরি করতে হবে। তাই পোস্ট ইনড্রেক্স
করতে নিচের লিংকে ক্লিক করুনঃ
কন্টেন্ট ইনড্রেক্স করার লিংকঃ Google Search Console
আপনার ওয়েবসাইটে আরো অতিরিক্ত ভিজিটর নিয়ে আসার উপায় হলো
ফেসবুক, টুইটার, ই-মেইল ইত্যাদি সোশাল মিডিয়ার মাধ্যমে আপনার পোস্ট গুলো শেয়ার করে
প্রতিদিন হাজার হাজার ভিজিটর নিয়ে আসতে পারবেন।
প্রতিটি ওয়েবসাইটের প্রাণ হলো ভিজিটর। আপনার সাইটে যত ভিজিটর আসবে তত বেশি আপনার টাকা ইনকাম হবে।
ওয়েবসাইটে বিজ্ঞাপন (এড) থেকে ইনকাম
ওয়েবসাইট থেকে অর্থ উপারর্জন করতে আপনাকে অবশ্যই বিজ্ঞাপন ব্যবহার করতে হবে। কিভাবে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবে তা জানার জন্য আমাদের এই পেজের আর্টিকেল গুলো পড়ুন।
আমরা জানি সবচেয়ে জনপ্রিয় বেশি আয় করার মাধ্যম হলো গুগল এডসেন্স। গুগল এডসেন্স হলো গুগলের একটি বিজ্ঞাপন (এড) নেটওয়ার্ক।
আপনার ওয়েবসাইট যদি ভালো কোয়ালিটি সম্পন্ন হয় তবে গুগল এডসেন্স এর মাধ্যমে একাউন্ট তৈরি করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন ঘরে বসে।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুঁলবেন ক্লিক করুন
আমাদের এই ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই পোস্ট গুলো আপনার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
bhai amr akta site ase blogspot.com domain er english content lekhi. ami adsense pabo
উত্তরমুছুন