বিএসএড কোর্স পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১ [বিস্তারিত এখানে দেখুন]

২০২০ সালের বিএড কোর্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের বিএড পরীক্ষার যাবতীয় কার্যক্রম অনলাইনে পূরণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষার আবেদন ফরম বিবরণ এবং আনুষঙ্গিক কাগজপত্র জমা দেয়ার তারিখ এবং ফরম পূরণের বিজ্ঞপ্তি।

আবেদন ফরম পূরণ ও জমাদান এবং ব্যাংক ড্রাফট করার সময়সীমাঃ

ক) আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের সময়সীমাঃ ০৫ সেপ্টেম্বর ২০২১ হইতে ১৯ সেপ্টেম্বর ২০২১

খ) আবেদনকারীর পরীক্ষার্থীদের অনলাইনে ডাটা এন্ট্রি করার শেষ তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২১

গ) কলেজ কর্তৃক অনলাইন দাতা এন্ট্রি/ফরম পূরণ করার শেষ তারিখঃ ২০ সেপ্টেম্বর ২০২১

ঘ) কলেজ ভর্তি ফরম পূরণের ফি এর টাকা সোনালী সেবা এর পে স্লিপ ডাউনলোড এবং টাকা জমা সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দেওয়ার তারিখঃ ২২ সেপ্টেম্বর ২০২১ হতে ২৩ সেপ্টেম্বর ২০২১

ঙ) আবেদন ফরম পূরণ পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম ও সোনালী সেবা জমাকৃত ফি জমাদানের রশিদ এর কপি ও অন্যান্য কাগজপত্র বিশ্ববিদ্যালয় জমাদানের শেষ তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২১

বিবরণের ফরমের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপির যাতে করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূলকপি বাঁধাই করে পরীক্ষা নিয়ন্ত্রক এর দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে। 

বিএসএফ কোর্স পরীক্ষার নির্ধারিত ফি (প্রত্যেক শিক্ষার্থী)

ক) পরীক্ষার ফি (শিক্ষার্থীপ্রতি)  = ২৫০০/-

খ) এক বসে অকৃতকার্য পরীক্ষার ফি = ১৫০০/-

গ) ক্যামেরাফি বিশ্ববিদ্যালয় জমা হবে না = ৫০০/-

ঘ) ২০২০ সালের পরীক্ষার্থী এবং যারা ২০১৮ ও ২০১৯ সালের পরীক্ষার ফরম পূরণ করেননি শুধু তাদের জন্য প্রযোজ্য :

                        ১. নম্বরপত্র ফি = ৩০০/-

                        ২. সাময়িক সনদপত্র ফি = ৩০০/-

কেন্দ্র হিসেবে আদায় কৃত ৫০০/- টাকার ২৫ পারসেন্ট অর্থাৎ ১২৫/- টাকা নিয়ে কলেজে পরীক্ষা সংক্রান্ত খরচের জন্য রেখে অবশিষ্ট ৭৫ পারসেন্ট অর্থাৎ ৩৭৫ টাকা পরীক্ষাকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিনদিন পরে জমা দিতে হবে)

যে সকল শিক্ষার্থী বিএসএড পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেনঃ

২০২০ সালের বিএসএড পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সকল ছাত্র-ছাত্রী বিধি সম্মত ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সেইসকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

 অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী (শিক্ষার্থীদের জন্য) 

ক) আবেদনকারীকে নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয় উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করেন এদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটে নির্দেশনা অনুযায়ী ফরম পূরণের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইন থেকে একটি আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত আবেদন ফরম পরীক্ষার্থীদের 

বিষয় কোড এবং ফি উল্লেখিত থাকবে । ফ্রেশ আফরিনকে তো কপি আবেদনকারীকে কলেজে নির্ধারিত সময়ে জমা দিতে হবে। 

খ) মনোনয়ন/নির্বাচিত বিষয় কোড সমূহ পরীক্ষার্থীকে সতর্কতার সহিত নিজ দায়িত্বে এন্ট্রি দিতে হবে।

গ) আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি ও রেশন কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।

ঘ) আবেদন ফরম পূরণ/ডাউনলোড সময় যেকোনো ধরনের ফুলের কারণ পরীক্ষার প্রবেশপত্র ভুল হলে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে পরীক্ষার পূর্বে প্রবেশ পত্র সংশোধন করে নিতে হবে। এ ক্ষেত্রে মূল প্রবেশপত্র সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে। কলেজ কর্তৃক কোনক্রমেই প্রবেশ পত্র সংশোধন করতে পারবে না। 

ঙ) অনিয়মিত শিক্ষার্থীদের পূর্ববর্তী বছরের প্রবেশ পত্র আবেদন ফরম এর সাথে জমা দিতে হবে। 

আবেদন ফরম বিবরণী ফরম ও কাগজপত্রাদি জমাদানের নিয়মাবলীঃ

ক) আবেদন ফরম সমূহ সঠিকভাবে অনলাইনে নির্জন সম্পন্ন করার পর প্রিন্ট আউট কপির যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর মূল কমিটির বাঁধাই করে পরীক্ষা দপ্তর প্রফেশনাল শাখা এর দপ্তর হাতে হাতে জমা দিতে হবে। (বিবরণী ফরম এর ফটোকপি সংরক্ষণ করবে)

খ) আবেদনের ফরম এক কপি, নির্বাচন কৃত পরীক্ষার্থীদের অনলাইন বিবরণী ও সোনালী সাভার টাকা জমার রশিদ এর কপি সহ সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

গ) বিবারের প্রশ্নপত্রের চাহিদা উল্লেখ পূর্বক প্রশ্নপত্রের চাহিদা বিবেচনায় ওভাবে পূরণ করে অবশ্যই জমা দিতে হবে চাহিদাপত্র ভুল তথ্য প্রদানের ফলে প্রশ্নপত্রে ঘাটতি হলে তার দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় বহন করবে না।

অনলাইনে ফরম পূরণ করতে ক্লি করুন www.nu.ac.bd/prof এই ওয়েবসাইটটি চালু হবে ০৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ তাই নজর রাখুন প্রতিদিন।

Apply Now

ডাউনলোড করুন বিএসএড কোর্স পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১


Blogger

আমি এই ব্লগের প্রতিষ্ঠাতা। এর পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তি বিষয় নিয়ে যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করার লক্ষ্যে এই সাইট টি তৈরি করেছি।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ad

add_action('wp_footer', function(){ if(!is_single()) return; ?>