এক্সেল এর কাজ সূত্র সহ [বাংলা টিউটরিয়াল]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সকল পাঠক ভাই ও বোন, আশা করি ভালো আছেন। 

আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ নিয়ে। 

আশা করি যে, এক্সেল এর কাজ শিখার জন্য আপনারা আগ্রহী। 

তবে সঠিক এক্সেল গাইড লাইন খোজেঁ পাচ্ছেন না। আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে বাংলা ভাষায় এক্সেল এর কাজ করা যায়।  

আমাদের এই শিক্ষা ও চাকরি বিষয় ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাদের সকলকে স্বাগতম।

আমাদের এই ওয়েবসাইটে পাবেন আপডেট সকল শিক্ষা ও চাকরি বিষয়ক খবরা খবর। 

এক্সেল এর কাজ শিখার জন্য যদি এই ওয়েবসাইটে প্রবেশ করে থাকেন তবে এটি আপনার জন্য একদম সফলতা এনে দিবে। 

তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর গাণিতিক হিসাব নিকাশ বাংলা টিউটরিয়াল।


মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এটি হলো বিশ্বের সহজ হিসাব রক্ষক কেন্দ্র। যার মাধ্যমে জটিল ও কঠিন হিসাব নিকাশ করা সম্ভব। 

সাধারণ হিসাব থেকে শুরু করে বিশ্বের যে কোন দেশের হিসাব নিকাশ করার একমাত্র মাধ্যম মাইক্রোসফট অফিস ২০০৭ প্রোগ্রাম।

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর বিবরণ :

*** এক্সেল শব্দের অর্থ : শ্রেষ্ঠত্ব

*** এক্সেল এর পেইজ  কে বলা হয় : Work Sheet

*** এক্সের এর “কলাম “ সংখ্যা : ১৬ হাজার ৩৮৪ টি

*** এক্সেল এর “রো” সংখ্যা : ১০ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ টি

*** এক্সেল এর সেল সংখ্যা : ১ হাজার ৭১৭কোটি  ৯৮ লক্ষ ৬৯ হাজার ১৮৪ টি

এক্সেল এর কাজ সমূহ বিস্তারিত :

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর যাবতীয় হিসাব নিকাশ এর কাজ সূত্রের সাহায্যে করতে হয়। নিম্নে এক্সেল এর কাজ শিখার নিয়ম সূত্র সহ প্রদর্শন করা হলো :

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর কাজ ০৪ (চার) টি যেমন :

১. Total Calculation (মোট গাণিতিক হিসাব)

২. Electric Bill (বিদ্যুৎ বিল গাণিতিক হিসাব)

৩. Result Sheet (স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শীট)

৪. Salary Sheet (বেতন শীট)

(ক) Total Calculation (মোট গাণিতিক হিসাব) সূত্র সহ :

সূত্র : Total =sum(b1:d1) Enter 

সূত্র : Minumum =min(b1:d1)

সূত্র : Maximum =max(b1:d1) Enter

সূত্র : Average =average(b1:d1) Enter

(খ) ২. Electric Bill (বিদ্যুৎ বিল গাণিতিক হিসাব) সূত্র সহ :

সূত্র: Amount=if(c2<=100,c2*5,if(c2<=150,c2*7,if(c2<=200,c2*9,if(c2<=300,c2*10,if(c2>300,c2*11))))) Enter.

সূত্র:Vat: =if(d2<=100,d2*5%,if(d2<=150,d2*7%,if(d2<=200,d2*9,if(d2<=300,d2*10%,if(d2>300,d2*11%))))) Enter. 

সূত্র : Payment: =d2+e2 Enter 

(গ) Result Sheet স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শীট সূত্র সহ :




সূত্র : Letter Grad:  =if(c5>=80, "A+ ",if(c5>=70, "A ",if(c5>=60, "A- ",if(c5>=50, "B ",if(c5>=40, "C ",if(c5>=33 , "D ",if(c5<33, "F "))))))) Enter.

সূত্র : Grad Point:  =if(c5>=80, "5 ",if(c5>=70, "4 ",if(c5>=60, "3.5 ",if(c5>=50, "3",if(c5>=40, "2",if(c5>=33,"1 ",if(c5<33, "0 "))))))) Enter.

সূত্র : GPA:  = (e1+e2+e3+e4+e5)/5 Enter.   

(ঘ) Salary Sheet (বেতন শীট) সূত্র সহ :

সূত্র : House Rent  =c1*40% Enter

সূত্র : Medical  =c1*20% Enter

সূত্র : Convince   =c1*15% Enter

সূত্র : Tiffin   =c1*10% Enter

সূত্র : Total   =sum(c1:g1)  Enter

সূত্র : Text =h1*8% Enter  

সূত্র : Amount  =h1-i1 Enter

ডাউনলোড করুন মাইক্রোসফট অফিস (কম্পিউটার বই) পিডিএফ ফাইল ক্লিক করুন...

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর কাজ মেনু বার গুলোর কাজ :

(ক) File মেনু এর কাজ : 

এর মাধ্যমে এক্সেল এর গাণিতিক হিসাব নিকাশ শীট প্রয়োজনীয় নাম দিয়ে Save করতে পারি। সেভ করা শীট খোঁজে বের করতে পারি। 

Save as এর মাধ্যেমে এক্সেল শীট এ প্রয়োজনীয় নাম দিয়ে সেভ করে পাসওয়াড দিতে পারি। এছাড়া Print করতে পারি।

(খ) Home : মেনু এর কাজ সমূহ (Clipboard)

১. Cut- এর মাধ্যমে আমরা যে কোন লেখা কাটতে পারি ও প্রয়োজনীয় জায়গায় সেট করতে পারি কাট করা লেখাটি।(Cut এর সংক্ষেপ Ctrl+X)

২. Copy- এর মাধ্যমে যে কোন লেখা সিলেক্ট করে কপি করতে পারি এবং একই লেখা একাধিক বার করতে পারি। (Copy এর সংক্ষেপ Ctrl+C)

৩. Paste- এর মাধ্যেমে Copy ও Cut করা লেখা স্থানান্তর করতে পারি। (Paste এর সংক্ষেপ Ctrl+V)

Home : (Font) এর কাজ সমূহ-

১. Font- এর মাধ্যমে ভাষা পরিবর্তন করতে পারি। যেমন: ইংরেজি ভাষা Times New Roman এবং বাংলা ভাষা SutonnyMJ.

২. Font Size- এর মাধ্যমে অক্ষর ছোট বড় করতে পারি। (অফিসিয়াল কাজ করার জন্য Font সাইজ দিতে হয় ১২-১৪)

৩. B- Bold (এর মাধ্যমে লেখা গাঢ় করতে পারি। (সংক্ষেপে Ctrl+B)

৪. I- Italic (এর মাধ্যমে লেখা ইটালিয়ান ভাবে লেখা যায় মানে ডান দিকে বাঁকা করে)। (সংক্ষেপে Ctrl+I)

৫. U- Underline (এর মাধ্যমে লেখার নিচে দিয়ে দাগ দিতে পারি)। (সংক্ষেপে Ctrl+U)

৬. Bottom Border- এর মাধ্যমে এক্সেল পেজে ছক এর উপর দিয়ে ছক দিতে পারি যা প্রিন্ট করলে আসবে। 

ক্সেল এ যে ছক দেখা যায় সেটি প্রেন্ট করলে আসবে না তাই উক্ত কাজটি করতে হয়।

৭. Fill Color- এর মাধ্যমে ছক সিলেক্ট করে ছক রঙ্গিন করতে পারি।   

৮. Font Color- এর মাধ্যমে যে কোন লেখা রঙ্গিন করতে পারি।

Home : Alignment- এর মাধ্যমে তিনটি দাগ দাগ দেওয়া অপশন এ ক্লিক করে যে কোন লেখা বাম, ডান, মাঝ বরাবর রাখতে পারি।

Merge & Center- এর মাধ্যমে এক্সেল এর ছক কাটতে পারি সিলেক্ট করে ক্লিক করলেই কাজ হবে।

(গ) Insert : মেনু এর কাজ সমূহ :

১. Table- এর মাধ্যমে এক্সেল পেজের ছক সিলেক্ট করে টেবিল তৈরি করতে পারি।

২. Picture- এর মাধ্যমে এক্সেল পেজে নিজস্ব ছবি যুক্ত করতে পারি।

৩. Clip Art- এর মাধ্যমে কম্পিউটারের windows ভিত্তিক ছবি যুক্ত করতে পারি।

৪. ‍Shapes- এর মাধ্যমে অংকন করতে পারি। বিভিন্ন চিহ্ন ব্যবহার করে।

৫. Screenshot- এর মাধ্যমে যে কোন কিছু ছবি আকারে Screenshot দিয়ে এক্সেল পেজে সেট করতে পারি।

৬. Text Box- এর মাধ্যমে বক্স করে বক্সের ভিতরে লিখতে পারি।

৭. Header & Footer- এর মাধ্যমে এক্সেল পেজের উপরে ও নিচে নাম, তারিখ, পেজ নম্বর সেট করতে পারি।

৮. WordArt- এর মাধ্যমে লেখা ডিজাইন করে লিখতে পারি।

৯. Symbol- এর মাধ্যমে বিভিন্ন চিহ্ন নিতে পারি। যেমন : গুন, ভাগ ইত্যাদি।

Page Layout : কাজ সমূহ :

১. Page Setup : Margins- এর মাধ্যমে পেজের সাইজ সেট করতে পারি।

এছাড়া পেপার সাইজ সেট করতে পারি যেমন- A4, Letter, Legal Etc.

২. Page Setup : Orientation- এর মাধ্যমে পেজে লম্বা লম্বি বা বাতালি সাইজ করতে পারি।

৩. Size- এর মাধ্যমে পেপার সাইজ দিতে পারি যেমন : A4, Letter, Legal Etc.

৪. Print Area- এর মাধ্যমে এক্সেল এর কাজ যদি ১টি শীটে ১০ টি গাণিতিক হিসাব থাকে এর মধ্যে ১ টি হিসাব প্রিন্ট করবো তার জন্য সেট প্রিন্ট এরিয়া করতে হবে সিলেক্ট করে।

৫. Background- এর মাধ্যমে এক্সেল ছকের পিছনে ছবি সেট করতে পারি জল সাপের মতো।

(ঘ) Formulas : মেনু এর কাজ সমূহ :

Function Library : Auto Sum- এর মাধ্যমে Sum, Average, Counts Numbers, Max, Min Etc. সূত্রের সাহায্যে Automatic গাণিতিক হিসাবের ফলাফল তৈরি করতে পারি।

(ঙ) View : মেনু এর কাজ সমূহ

১. Normal- এর মাধ্যমে এক্সেল পেজ পুরো অংশ প্রদর্শন হবে।

২. Page Layout- এর মাধ্যমে পেজে পাট বাই পাট এক্সেল পেজে প্রদর্শন হবে।

৩. Page Break Preview- এর মাধ্যমে পরিমাণ মতো ছক তৈরি করতে পারি।

৪. Full Screen- এর মাধ্যমে এক্সেল পেজ পুরো মনিটর করতে পারি।

৫. Ruler, Formula Bar, Gridlines, Headings অপশন গুলো টিক চিহ্ন দিয়ে দিতে হবে।

৬. Zome- এর মাধ্যেমে পেজ ছোট বড় করে দেখতে পারি। (স্বাভাবিক অবস্থায় ১০০%) (সর্বোচ্চ ৪০০%)

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ কাজ হলো মজার কাজ উক্ত গাণিতিক হিসাব একটি সূত্র দিয়ে কোটি কোটি হিসাব তৈরি করা যায়।

এক্সেল হলো বিশ্বের সব চেয়ে জনপ্রিয় হিসাব নিকাশ মাধ্যম। এখানে চখের পলকে হিসাব নিকাশ হয়ে যায় সূত্রের সাহায্যে। 

এই এক্সেল এর কাজ শিখতে অতিরিক্ত অভিজ্ঞতার ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যে কোন গাণিতিক হিসাব সহজ ভাবে যে কেও করতে পারবেন।

পরিশেষেঃ

আমাদের এই ওয়েবসাইট হলো শিক্ষা ও চাকরি বিষয়ক। 

এখানে পাবেন আপডেট সরকারী, বেসরকারি চাকরির খবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ রেজাল্ট, রুটিন, ফরম ফিলাপ, ভর্তি বিজ্ঞপ্তি নোটিশ এক সাথে এই একি পেজে।

আজকের এই মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর কাজ বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে সকলেই সহজ ভাবে শিখতে পারেন। 

আমি আশা করি উপরের আর্টিকেল গুলো যদি মনযোগ দিয়ে ভালো ভাবে পড়েন তাহলে এক্সেল এর কাজ সহজেই শিখতে পারবেন। 

আমাদের  এই ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

এম এস এক্সেল pdf, এক্সেল বাংলা টিউটরিয়াল ডাউনলোড, এক্সেল এর বিভিন্ন কাজ, ms excel এর সকল সূত্র, এক্সেল  এর বাই pdf, এম এস এক্সেল এর সূত্র পিডিএফ, এক্সেল ফর্মুলা পিডিএফ, 

আমাদের এই পোস্ট পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন তাদের কে শিখতে আগ্রহ করুন।

Blogger

আমি এই ব্লগের প্রতিষ্ঠাতা। এর পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তি বিষয় নিয়ে যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করার লক্ষ্যে এই সাইট টি তৈরি করেছি।

1 মন্তব্যসমূহ

  1. খুবই সুন্দর পোস্ট- পোস্ট দাতাকে ধন্যবাদ- নিম্নের পোস্টগুলো আপনার ভালো লাগতে পারেঃ আরোও জানুন- Dogecoin ইনকাম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    রেফার করে ইনকাম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    Dogecoin ইনকাম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন

ad

add_action('wp_footer', function(){ if(!is_single()) return; ?>